Search This Blog

Wednesday, April 12, 2017

মালালাকে কানাডার নাগরিকত্ব প্রদান



সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে কানাডার অবৈতনিক নাগরিকত্ব দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ২০১৪ সালে মালালাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয় কানাডা। বুধবার বর্তমান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার পূর্বসূরীর ঘোষণা বাস্তবায়ন করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। বিবিসি লিখেছে, সমাজসেবা ও মানবাধিকারে অবদান রাখার জন্য এ পুরষ্কার দেয় কানাডা সরকার।

Saturday, April 8, 2017

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ সুন্দরবনে



পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ শঙ্খচূড় (King Cobra)। এই সাপ দেখা পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবনে। শঙ্খচূড় সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ। এই সাপ লম্বায় ৫.৬ মিটার (১৮.৫ ফুট) পর্যন্ত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বণাঞ্চলজুড়েই শঙ্খচূড় দেখা যায়।