ব্যয়বহুল বিয়ের আয়োজনের জন্য প্রায়ই তুমুল
সমালোচনার সৃষ্টি হয় ভারতে। বিয়েতে এসব লাগামহীন ব্যয়ের রাশ টেনে ধরতে
বিল উত্থাপন করা হয়েছে সংসদে। এটি লোকসভায় অনুমোদিত হলে ভারতীয় বিয়ে
শিল্পে বড় ধরণের অপচয় রোধ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত বিল
পাশ হলে তা শুধু বিয়ের খরচই কমাবে না, বরং ব্যয়বহুল বিয়ের ওপর বসবে বড়
ধরণের ট্যাক্সও। অর্থাৎ পাঁচ লাখ রুপি মোট খরচ হলে তার ওপর ট্যাক্স হবে
আরো শতকরা ১০ভাগ।
সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যয়বহুল
বিয়ের আয়োজনে সমালোচনা দেখা দেয়ার পর এ ধরণের একটি বিল আসলো ভারতের
সংসদে। গত নভেম্বরেই মেয়ের বিয়েতে পাঁচদিনের অনুষ্ঠান করেছেন ভারতীয়
ব্যবসায়ী ও সাবেক প্রতিমন্ত্রী জি জনার্দন রেড্ডি। ধারণা করা হয়—তাতে খরচ
হয়েছে প্রায় পাঁচশ কোটি রুপি। এ নিয়ে দেখা দিয়েছিলো তীব্র সমালোচনা।
ফোর্বস ম্যাগাজিনের মতে, ভারতের দ্বিতীয়
ধনী ব্যক্তি লক্ষ্মী মিত্তালের মেয়ের বিয়েতে ব্যয় হয়েছে আনুমানিক ৭৪
মিলিয়ন ডলার। এমপি রনজিত রঞ্জন, যিনি বিলটি এনেছেন সংসদে, তার মতে—বিয়েটা
এখন নিজের সম্পদ দেখানোর বিষয়ে পরিণত হয়েছে। এর ফলে দরিদ্র পরিবারগুলোর
ওপর চাপ বাড়ছে। এক্ষেত্রে একটা ভারসাম্য দরকার। কারণ, এটি সমাজের জন্য
ভালো নয়।
News Source : ProtidinerSangbad.com
No comments:
Post a Comment