Search This Blog

Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Wednesday, April 12, 2017

মালালাকে কানাডার নাগরিকত্ব প্রদান



সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে কানাডার অবৈতনিক নাগরিকত্ব দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ২০১৪ সালে মালালাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয় কানাডা। বুধবার বর্তমান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার পূর্বসূরীর ঘোষণা বাস্তবায়ন করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। বিবিসি লিখেছে, সমাজসেবা ও মানবাধিকারে অবদান রাখার জন্য এ পুরষ্কার দেয় কানাডা সরকার।

Thursday, March 30, 2017

যুক্তরাষ্ট্রে ‘সাহসী নারী’ পুরস্কার নিলেন বাংলাদেশের শারমিন




মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে ‘সাহসী নারী’র পুরস্কার নিয়েছেন ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন শারমিন। নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে দেয়ায় বাংলাদেশের এই কিশোরীকে ‘সাহসী নারী’র পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস।

Saturday, March 11, 2017

ডোনাল্ড ট্রাম্পের গাড়ি ‘দ্য বিস্ট’




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরে যুক্ত হতে যাচ্ছে একটি নতুন ধরনের প্রেসিডেন্সিয়াল লিমো যার নাম ‘দ্য বিস্ট’। নতুন গাড়িটি বুলেটপ্রুফ তো বটেই পাশাপাশি এটি ট্রাম্পকে রক্ষা করবে রকেট ও রাসায়নিক হামলা থেকে। তার গাড়িবহরে থাকছে ১২টি গাড়ি যার কতগুলো ট্রাম্পের বিদেশ সফরের আগেই সেসব দেশে পাঠিয়ে দেয়া হবে।

Wednesday, March 8, 2017

বাদ দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’




অবশেষে বাদ দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’। নির্বাচন কমিশন এই প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে। গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

Tuesday, February 21, 2017

৩৫০ কোটি ডলারে ইয়াহু বিক্রি হচ্ছে




যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান ভেরিজন এবার ইয়াহুকে কিনে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চলছিল। প্রাথমিকভাবে ইয়াহুকে কিনতে ৪৮৩ কোটি মার্কিন ডলার দিতে চেয়েছিল টেলিকম কোম্পানিটি। সম্প্রতি ইয়াহু ও ভেরিজনের মধ্যে চুক্তির সময় ইয়াহুর দাম কমিয়ে ৩৫০ কোটি মার্কিন ডলার ধরা হয়েছে।ইয়াহুর দাম কমার কারণ কী? দুইবার ইয়াহু হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় ব্র্যান্ড হিসেবে ইয়াহুর সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ সুযোগে ইয়াহুর দাম কমিয়ে দিয়েছে ভেরিজন। 

Wednesday, February 15, 2017

ভারতে বিয়ের খরচের ওপর ট্যাক্স



ব্যয়বহুল বিয়ের আয়োজনের জন্য প্রায়ই তুমুল সমালোচনার ‍সৃষ্টি হয় ভারতে। বিয়েতে এসব লাগামহীন ব্যয়ের রাশ টেনে ধরতে বিল উত্থাপন করা হয়েছে সংসদে। এটি লোকসভায় অনুমোদিত হলে ভারতীয় বিয়ে শিল্পে বড় ধরণের অপচয় রোধ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত বিল পাশ হলে তা শুধু বিয়ের খরচই কমাবে না, বরং ব্যয়বহুল বিয়ের ওপর বসবে বড় ধরণের ট্যাক্সও। অর্থাৎ পাঁচ লাখ রুপি মোট খরচ হলে তার ওপর ট্যাক্স হবে আরো শতকরা ১০ভাগ।

Monday, February 13, 2017

এবার যুক্তরাষ্ট্রে মুসলিমদের পক্ষে ইহুদিদের বিক্ষোভ



শরণার্থী এবং ৭ মুসলিম প্রধান দেশের নাগরিকের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের চেতনার পরিপন্থী অভিহিত করে বিক্ষোভে সোচ্চার হয়েছেন ইহুদি আমেরিকানরা। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদার সঙ্গে একাত্মতা ঘোষণা করে রবিবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ম্যাসেচুসেটস, ইলিনয়, কলরাডো, পেনসিলভানিয়া, নিউজার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। 

Saturday, February 4, 2017

নিষেধাজ্ঞা জারি রাখতে আইনি লড়াইয়ের ঘোষণা ট্রাম্পের



মুসলিম অধ্যুষিত সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিতাদেশ দেয়া বিচারককে ‘তথাকথিত’ বিচারক বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এই আদেশ উল্টে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার আদালত ওই স্থগিতাদেশ দেয়ার পর এই প্রতিক্রিয়া জানালেন তিনি।

Wednesday, February 1, 2017

টাওয়ার হ্যামলেটসে ট্রাম্পের কোন স্থান নেই



বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশনারা আলী এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস মুসলিম দেশগুলোর বিপক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। রুশনারা আলী এমপি হাউস কমন্সে দেয়া বক্তৃতায় এবং জন বিগস এক বিশেষ বিবৃতিতে এই নিন্দা এবং আহবান জানান।

Saturday, January 14, 2017

ব্রাজিলে কারাগারে দাঙ্গা,সংঘর্ষ ও গুলি, নিহত ১০



ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গা, সংঘর্ষ ও গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমে জানানো হয়, ব্রাজিলের শহর নাটালের রিও গ্রান্ডে ডু নরটি অঙ্গরাজ্যের আলকাকজ কারাগারে এ ঘটনা ঘটেছে। ১০ জন নিহতের বিষয়টি স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার বিকেলে শক্তিশালী একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ওই কারাগারে উপস্থিত হলে দাঙ্গার সূত্রপাত হয়। নিহতের মধ্যে বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।

Tuesday, January 3, 2017

বেকারদের প্রতি মাসে ৫৯০ ডলার দেবে ফিনল্যান্ড সরকার



বেকারদের হতাশা দূর করে কাজে উত্‍‌সাহ দেয়ার জন্য অভিনব সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত বেকারদের প্রতি মাসে ৫৯০ ডলার দেবে সরকার

ফিনল্যান্ড সরকার তাদের দেশের ২ হাজার বেকারকে এই ডলার প্রদান করছে।এই সিদ্ধান্ত কার্যকর করছে দেশটির কেন্দ্রীয় সামাজিক নিরাপত্তা সংস্থা কেলা। এই দু'বছরে বেকারত্ব দূর হোক বা না হোক, প্রতি মাসের শুরুতেই তাদের অ্যাকাউন্টে এই পরিমান অর্থ জমা করে দেয়া হবে।

Monday, December 19, 2016

তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত গুলিতে নিহত (ভিডিও)



তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কারলোভ (৬২) এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। তুর্কি রাজধানী আঙ্কারায় রুশ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় গতকাল সোমবার এ হামলা চালানো হয়।

রাষ্ট্রদূত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর হামলায় রাষ্ট্রদূত ছাড়াও আরো তিন ব্যক্তি আহত হয়েছিলেন।  আহত রাষ্ট্রদূতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।পুলিশের গুলিতে আততায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি এনটিভি এবং সিএনএন-তুর্ক টেলিভিশন।
রাষ্ট্রদূত কারলোভ কয়েক মিনিট ভাষণ দেয়ার পর স্যুট টাই পরিচিত বন্দুকধারী গুলি চালায়। আততায়ী অন্তত আট দফাগুলি চালিয়েছে বলে দর্শক সারিতে থাকা এপি’র এক আলোকচিত্রী জানিয়েছেন। আততায়ীকে রুশ ভাষায় কিছু বলতে শোনা গেছে এবং প্রদর্শনীর বেশ কয়েকটি ছবিও ভাঙচুর করেছে।

Sunday, December 11, 2016

অস্ট্রেলিয়ায় ইসলামী মূল্যবোধকে সমর্থন করে কার্টুন



জনপ্রিয় ব্রিটিশ কার্টুন সিরিজ পেপা পিগের মতোই আরেকটি কার্টুন সিরিজ তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। কিন্তু কার্টুনটি হবে ইসলামী মূল্যবোধকে সমর্থন করে।

ওয়ান ফর কিডস নামের ওই প্রতিষ্ঠানটি ইসলাম-সম্পর্কিত বিষয় নিয়ে শিশুদের অনুষ্ঠান নির্মাণ করে। তারাই ‘বারাকা হিলস’ নামের নতুন কার্টুন সিরিজটি নির্মাণ করতে চাইছে। এর অর্থ সংগ্রহের জন্য তারা ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে।  

সৌদি আরবের কাছে ৭০০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করবে আমেরিকা



চারটি আরব দেশের কাছে ৭০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল পেন্টাগন। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র, চিনুক ও অ্যাপাচি হেলিকপ্টার এবং সামরিক কার্গো বিমান। সম্প্রতি পেন্টাগন এই অনুমোদনের কথা ঘোষণা করেছে। চারটি আরব দেশের কাছে ৭০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির কথা বলা হলেও এর বেশিরভাগই যাবে সৌদি আরবের কাছে। পেন্টাগনের ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের কাছে ৩৫১ কোটি ডলারের ৪৮টি সিএইচ-৪৭ এফ চিনুক কার্গো হেলিকপ্টার বিক্রি করা হবে। এর সঙ্গে থাকবে হেলিকপ্টারের ইঞ্জিন, যন্ত্রাংশ ও মেশিনগান।
এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় চুক্তি। ৩৫০ কোটি ডলারের বিনিময়ে এই দেশটি কিনছে ২৭টি অ্যাপাচি হেলিকপ্টার-গানশিপ এবং এগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। এর পাশাপাশি কাতার কিনছে আটটি সি-১৭ সামরিক কার্গো বিমান ও প্রয়োজনীয় যন্ত্রাংশ আর মরক্কো কিনবে ১০ কোটি আট লাখ ডলারের এক হাজার ২০০ টিওডাব্লিউ ২-এ ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

ফের আইএসের দখলে পালমিরা


প্রায় নয় মাস পরে আবার সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 
পর্যবেক্ষকরা বলছেন, পালমিরার কেন্দ্রে সরকারি বাহিনীর সঙ্গে ভারী লড়াই করছে আইএস। এরপর বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে যেতে বাধ্য হয়। তবে দু'পক্ষের এই সংঘর্ষে সেখানকার বেসামরিক মানুষজনের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পর্যবেক্ষক গ্রুপগুলো।
চলতি বছরের মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী।
এরপর এ ঘটনাকে আইএসের বিরুদ্ধে বড় ধরনের বিজয় বলে বর্ণনা করেছিল সরকারি বাহিনী।
পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী।

Saturday, December 10, 2016

ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্ষণের কথা স্বীকার করলেন এমপি




সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে আলোচনায় অংশ নিয়ে নির্দলীয় সদস্য (এমপি) মিশেল থমসন জানালেন, মাত্র ১৪ বছর বয়সে নিজের ধর্ষণের কথা। সেই সঙ্গে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি আহ্বান করলেন, নারী এবং সমাজ একে অন্যের জন্য দাঁড়াক, নারী সাহস অর্জন করুক।
মিশেলের বক্তৃতা শুনে প্রশংসা করেছেন স্পিকার জন বার্কাও। তিনি জানান, মিশেল গভীর দাগ কেটেছেন তাদের হৃদয়ে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এর।
৫১ বছর বয়সী মিশেল বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন এভাবে, ‘আমার বয়স যখন ১৪ বছর তখন আমি ধর্ষণের শিকার হয়েছিলাম। খুবই স্বাভাবিক, আমার খুব পরিচিত একজন মানুষই আমাকে ধর্ষণ করেছিল ।