Search This Blog

Showing posts with label অর্থ ও বাণিজ্য. Show all posts
Showing posts with label অর্থ ও বাণিজ্য. Show all posts

Monday, May 22, 2017

নিলামে উঠছে সিটিসেলের প্রধান কার্যালয়


দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেলের প্রধান কার্যালয় নিলামে তুলেছে ন্যাশনাল ব্যাংক। ৪৫০ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে ঢাকার মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। আগামী ১৮ জুন এ নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় যে ভবনে অবস্থিত, সেটির নাম প্যাসিফিক সেন্টার। প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।

Sunday, December 11, 2016

সৌদি আরবের কাছে ৭০০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করবে আমেরিকা



চারটি আরব দেশের কাছে ৭০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল পেন্টাগন। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র, চিনুক ও অ্যাপাচি হেলিকপ্টার এবং সামরিক কার্গো বিমান। সম্প্রতি পেন্টাগন এই অনুমোদনের কথা ঘোষণা করেছে। চারটি আরব দেশের কাছে ৭০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির কথা বলা হলেও এর বেশিরভাগই যাবে সৌদি আরবের কাছে। পেন্টাগনের ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের কাছে ৩৫১ কোটি ডলারের ৪৮টি সিএইচ-৪৭ এফ চিনুক কার্গো হেলিকপ্টার বিক্রি করা হবে। এর সঙ্গে থাকবে হেলিকপ্টারের ইঞ্জিন, যন্ত্রাংশ ও মেশিনগান।
এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় চুক্তি। ৩৫০ কোটি ডলারের বিনিময়ে এই দেশটি কিনছে ২৭টি অ্যাপাচি হেলিকপ্টার-গানশিপ এবং এগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। এর পাশাপাশি কাতার কিনছে আটটি সি-১৭ সামরিক কার্গো বিমান ও প্রয়োজনীয় যন্ত্রাংশ আর মরক্কো কিনবে ১০ কোটি আট লাখ ডলারের এক হাজার ২০০ টিওডাব্লিউ ২-এ ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।