Search This Blog

Sunday, February 12, 2017

বাংলাদেশের বিজ্ঞাপনে নুসরাত জাহান



ঢাকায় আসছেন টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এখানকার কোনো চলচ্চিত্রে কিংবা ইভেন্টের কাজে নয়। নুসরাতকে পাওয়া যাবে একটি বিজ্ঞাপনচিত্রে।  শিগগিরই এর শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন তিনি। এটি নির্মাণ করবেন সালাহ উদ্দিন। বিজ্ঞাপনটিতে নুসরাতের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজকে পাওয়া যাবে। এমনটাই নিশ্চিত করে জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নুসরাত বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামাী মাসেই এর শুটিং করার পরিকল্পনা রয়েছে।

এটি নাভানা প্লাস্টিক ও কিচেন সিরিজের বিজ্ঞাপন। কনসেপ্টটি বেশ দারুণ। ঢাকার নায়ক রিয়াজ ও কলকাতার  নুসরাতের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি। ‘লাভ এক্সপ্রেস’, ‘জুলফিকার’, ‘পাওয়ার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় অসংখ্য ছবির নায়িকা নুসরাত। তার অভিনীত উল্লেখযোগ্য অন্য ছবির মধ্যে রয়েছে, ‘শত্রু’, ‘খিলাড়ী’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরাতের ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ।

N.S : ABnews24.com

No comments:

Post a Comment