বলিউডের নির্মাতারা ছবির প্রচারের জন্য কত-কী যে করতে পারেন! ছবির নায়ক-নায়িকা সাবেক প্রেমিক-প্রেমিকা হলে নানা প্রচার অনুষ্ঠানে তাঁদের দিয়ে করাতে পারেন কাছে আসার অভিনয়। ছবি মুক্তির আগে এমন ঘটনা দেখলে দর্শক হলে দিয়ে তাঁদের পর্দার প্রেমও দেখতে যাবেন সেই আশায়। কিন্তু এখন বলিউডে শুরু হয়েছে মুক্তির আগে ছবির নাম পরিবর্তনের চল। এটিও হতে পারে ছবিকে আলোচনায় রাখার জন্য নির্মাতাদের আরও একটি কৌশল। এর আগেও যে কোনো সিনেমার পূর্বনির্ধারিত নাম পরিবর্তিত হয়নি তা নয়। কিন্তু বলিউডে এই কয়েক মাসে পাল্টে গেছে বেশ কয়েকটি ছবির নাম। এমনটা আগে কখনোই দেখা যায়নি।
Sunday, July 2, 2017
হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ থেকে নাম পাল্টে ‘হাসিনা পার্কার
বলিউডের নির্মাতারা ছবির প্রচারের জন্য কত-কী যে করতে পারেন! ছবির নায়ক-নায়িকা সাবেক প্রেমিক-প্রেমিকা হলে নানা প্রচার অনুষ্ঠানে তাঁদের দিয়ে করাতে পারেন কাছে আসার অভিনয়। ছবি মুক্তির আগে এমন ঘটনা দেখলে দর্শক হলে দিয়ে তাঁদের পর্দার প্রেমও দেখতে যাবেন সেই আশায়। কিন্তু এখন বলিউডে শুরু হয়েছে মুক্তির আগে ছবির নাম পরিবর্তনের চল। এটিও হতে পারে ছবিকে আলোচনায় রাখার জন্য নির্মাতাদের আরও একটি কৌশল। এর আগেও যে কোনো সিনেমার পূর্বনির্ধারিত নাম পরিবর্তিত হয়নি তা নয়। কিন্তু বলিউডে এই কয়েক মাসে পাল্টে গেছে বেশ কয়েকটি ছবির নাম। এমনটা আগে কখনোই দেখা যায়নি।
Subscribe to:
Posts (Atom)