Wednesday, February 22, 2017
গল্প : রাধিকার সঙ্গে মেট্রো রেলে
রাধিকাকে দেখতাম সকাল সাড়ে ৭টার মেট্রোর
সিটে বসে এক মনে অ্যালিস্টেয়ার ম্যাকলিনের ‘সান্তোরিনি’ পড়তে। কয়েক দশক
আগের কথা, তখন মেট্রো রেলের দৌড় ছিল মাত্র টালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড
পর্যন্ত। আমারও দৌড় ছিল এসপ্ল্যানেড। একটি বেসরকারি ব্যাংকে জয়েন করেছি
সবে। ঠিক সময়ে হাজিরা দেওয়া চাই। সকাল সাড়ে ৮টার আগে মেট্রোতে খুব একটা
ভিড়ও হতো না। অল্প কয়েকজন ছড়িয়ে-ছিটিয়ে বসে অফিস যেতাম। মুখ চেনা হয়ে
গিয়েছিল নিজেদের মধ্যে। মনে পড়ে, লোরেটোর মর্নিং স্কুলের বাচ্চা মেয়েরা
হইহই করতে করতে যেত। শীতের সকালগুলোতে ওদের মাথায় রঙিন খরগোশ-টুপি পরিয়ে
দিত মায়েরা। ছোট্ট ছোট্ট খরগোশের মতো ওরা কম্পার্টমেন্টের ভেতর ছোটাছুটি
করে বেড়াত। শীতের মেট্রো সরগরম থাকত। অনেক চেনা মুখ অবশ্য কুয়াশায় মিশে
থাকত বিশেষ ক’টা দিন, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রায় মাঝ
পর্যন্ত। সাড়ে ৭টায় স্টেশনের সামনে এক ভাঁড় গরম চা খেয়ে টালিগঞ্জ থেকে আমি
যখন ট্রেনের সামনের দিককার কম্পার্টমেন্টে উঠে পড়তাম, দেখতাম, অনেক
খরগোশ-টুপি পরা বাচ্চা আর কলকল করে একনাগাড়ে কথা বলে যাওয়া তাদের মায়েরা
ছাড়া সামনে-পেছনে আর কেউ নেই। রাধিকাকে আমি সে রকমই অনেকগুলো বাচ্চার মুখ
পেরিয়ে প্রথম দেখি।
Tuesday, February 21, 2017
৩৫০ কোটি ডলারে ইয়াহু বিক্রি হচ্ছে
যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান ভেরিজন এবার ইয়াহুকে কিনে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চলছিল। প্রাথমিকভাবে ইয়াহুকে কিনতে ৪৮৩ কোটি মার্কিন ডলার দিতে চেয়েছিল টেলিকম
কোম্পানিটি। সম্প্রতি ইয়াহু ও ভেরিজনের মধ্যে চুক্তির সময় ইয়াহুর দাম কমিয়ে
৩৫০ কোটি মার্কিন ডলার ধরা হয়েছে।ইয়াহুর দাম কমার কারণ কী? দুইবার ইয়াহু হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায়
ব্র্যান্ড হিসেবে ইয়াহুর সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ সুযোগে ইয়াহুর দাম কমিয়ে
দিয়েছে ভেরিজন।
Labels:
Breaking News,
আন্তর্জাতিক,
বিজ্ঞান ও প্রযুক্তি
Location:
Bangladesh
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ
Labels:
Breaking News,
বিজ্ঞান ও প্রযুক্তি
Location:
Bangladesh
Wednesday, February 15, 2017
ভারতে বিয়ের খরচের ওপর ট্যাক্স
ব্যয়বহুল বিয়ের আয়োজনের জন্য প্রায়ই তুমুল
সমালোচনার সৃষ্টি হয় ভারতে। বিয়েতে এসব লাগামহীন ব্যয়ের রাশ টেনে ধরতে
বিল উত্থাপন করা হয়েছে সংসদে। এটি লোকসভায় অনুমোদিত হলে ভারতীয় বিয়ে
শিল্পে বড় ধরণের অপচয় রোধ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত বিল
পাশ হলে তা শুধু বিয়ের খরচই কমাবে না, বরং ব্যয়বহুল বিয়ের ওপর বসবে বড়
ধরণের ট্যাক্সও। অর্থাৎ পাঁচ লাখ রুপি মোট খরচ হলে তার ওপর ট্যাক্স হবে
আরো শতকরা ১০ভাগ।
Subscribe to:
Posts (Atom)