Search This Blog

Sunday, February 26, 2017

৮৯ অস্কারে সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক, অভিনেত্রী এমা স্টোন




ম্যানচেস্টার বাই দ্য সি ছবির জন্য ৮৯ অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কেসি অ্যাফ্লেক। লা লা ল্যান্ড ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন।  হলিউডের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে বসেছে অস্কারের ৮৯তম আসর।  
এতে সেরা পার্শ্ব অভিনেতার পুস্কার জিতেছেন মাহারশালা আলী। 'মুনলাইট' ছবির জন্য তিনি এ পুরস্কার জিতেন। 'ফেঞ্চেস' ছবির সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস।

News Source : Protidinersangbad.com

No comments:

Post a Comment