আজ থেকে অনেক বছর আগেও যদি পৃথিবীতে ইন্টারনেট থাকত, তাহলে কেমন হতো তখনকার বিখ্যাত ব্যক্তিদের জীবনের ঘটনাগুলো?
আইজ্যাক নিউটন একদিন সকালে বাসার সামনের আপেলগাছের নিচে বসে চিপস খেতে খেতে ল্যাপটপে বাহুবলী টু দেখছিলেন। এমন সময় গাছ থেকে একটা আপেল সোজা তাঁর মাথার ওপরে পড়ল। ভালো করে মুছে-টুছে আপেলটাতে কামড় দিতেই হঠাৎ করে নিউটনের মাথায় অদ্ভুত এক চিন্তা খেলে গেল। চিন্তার বিষয়, আপেলটা গাছ থেকে ওপর দিকে না গিয়ে নিচে পড়ল কেন? নিউটন এই চিন্তায় যখন গভীরভাবে নিমজ্জিত তখন তাঁর কাছে এক বন্ধু এল বাহুবলী টু কপি করে নেওয়ার জন্য।
নিউটনকে চিন্তামগ্ন দেখে জিজ্ঞেস করলেন, ‘কী রে, এত টেনশন করিস কী নিয়ে? গার্লফ্রেন্ডের ফোন ওয়েটিং নাকি?’
নিউটন বললেন, ‘আরে নাহ্। ভাবছি, আপেলটা গাছ থেকে সোজা নিচে কেন পড়ল! ওপরে কেন গেল না!’
‘আরে গাধা,’ নিউটনের বন্ধু হাসলেন, ‘এত চিন্তা না করে গুগলে সার্চ দিয়ে দেখ। গুগল সব জানে।’