বর্তমানে প্রায় সব হিন্দি মুভি চ্যানেলেই সারা দিনে সম্প্রচারিত হয় বেশ কিছু দক্ষিণী সিনেমা। সেই সমস্ত ছবি দেখতে যারা অভ্যস্ত উপরের ছবির ভদ্রলোক তাদের কাছে অপরিচিত নন। ইনি ব্রহ্মানন্দম, তেলেগু সিনেমার দুনিয়ায় তাকে ‘কমেডি কিং’ বলে ডাকা হয়। সাম্প্রতিককালে এমন তেলেগু সিনেমা খুঁজে পাওয়া কঠিন, যে ছবিতে ব্রহ্মানন্দম অভিনয় করেননি।
দক্ষিণী ছবির দর্শকদের মধ্যে এর জনপ্রিয়তা গগনচ্ম্বুী। স্বভাবতই পরিচালক-প্রযোজকরাও তাকে বাদ দিয়ে কোনো ছবি বানাতে চান না। বর্তমানে ব্রহ্মানন্দম তেলুগু ছবির সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেতাদের মধ্যে একজন।