ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গা, সংঘর্ষ ও
গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমে
জানানো হয়, ব্রাজিলের শহর নাটালের রিও গ্রান্ডে ডু নরটি অঙ্গরাজ্যের
আলকাকজ কারাগারে এ ঘটনা ঘটেছে। ১০ জন নিহতের বিষয়টি স্থানীয় পুলিশ নিশ্চিত
করেছে।
স্থানীয় সময় শনিবার বিকেলে
শক্তিশালী একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ওই কারাগারে উপস্থিত হলে দাঙ্গার
সূত্রপাত হয়। নিহতের মধ্যে বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য,
চলতি নতুন বছরে এটি দেশটির তৃতীয় বড় কারা দাঙ্গার ঘটনা। এ মাসের শুরুতে
অ্যামাজোনাস ও রোরাইমা অঙ্গরাজ্যে কারা দাঙ্গার ঘটনায় প্রায় ১০০ কারাবন্দি
নিহত হয়েছিললেন।
News Source : bbarta24.net
No comments:
Post a Comment