প্রতিদিনের মতোই ফেসবুকে বিভিন্ন নোটিফিকেশন
দেখছিলেন সবাই। এক যুবকের ফেসবুক লাইভের সম্প্রচার দেখে ভিরমি খাওয়ার
জোগাড় সবার। কী ছিল সেই ভিডিওতে?
তিনজন
যুবক, যাদের প্রত্যেকেরই বয়স ২১ থেকে ২৫-এর মধ্যে। তারা মোবাইলের
ক্যামেরার সামনে উদ্দাম নাচানাচি জুড়ে দিয়েছে। হঠাৎ দেখা গেল এক মহিলাকে
টেনে-হিঁচড়ে, মুখ চেপে একটি ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল তারা। আর
তাদের মধ্যেই এক জন বলে উঠল, ‘এখন তোমাকে ধর্ষণ করা হবে’। এই কথার সাথে
সাথেই ওই মহিলার জামাকাপড় টেনে ছিঁড়ে দিল তিন যুবক। হঠাৎ বন্ধ হয়ে গেল
ভিডিও সম্প্রচার। যারা এই ভিডিওটি দেখেছিলেন তাদের মধ্যে অনেকেই হয়তো
ভেবেছিলেন খুব কঠিন মজা করা হচ্ছে ওই মহিলার সাথে।
কিন্তু না! তাদের ভুল ভাঙল মিনিট কয়েক পরেই। ফের শুরু হল লাইভ ভিডিও। তিন যুবক ঝাঁপিয়ে পড়ল ওই মহিলার ওপর। চলল চরম নির্যাতন। আর সেই ঘটনার প্রতিটি মূহুর্ত সম্প্রচারিত হল ফেসবুক লাইভে।
ঘটনাটি
যখন ঘটেছে অনেকেই তখন ওই লাইভ ভিডিওর নিচে কমেন্ট দিতে শুরু করেছেন,
‘এক্ষুনি এই সব বন্ধ কর। নয়তো আমরা পুলিশের কাছে যাব’। কিন্তু কে শোনে কার
কথা! ফেসবুক লাইভেই মহিলাকে গণধর্ষণ করল ওই তিন যুবক।পুলিশ সুইডেনের নর্থ স্টকহোমের উপসালা শহরের ঘটনা স্থল থেকেই ওই তিন যুবককে গ্রেফতার করেছে।
N.S : bbarta24.net
No comments:
Post a Comment