বেকারদের হতাশা দূর করে কাজে উত্সাহ
দেয়ার জন্য অভিনব সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০১৯
সাল পর্যন্ত বেকারদের প্রতি মাসে ৫৯০ ডলার দেবে সরকার।
ফিনল্যান্ড সরকার তাদের দেশের ২ হাজার বেকারকে এই ডলার প্রদান করছে।এই
সিদ্ধান্ত কার্যকর করছে দেশটির কেন্দ্রীয় সামাজিক নিরাপত্তা সংস্থা কেলা।
এই দু'বছরে বেকারত্ব দূর হোক বা না হোক, প্রতি মাসের শুরুতেই তাদের
অ্যাকাউন্টে এই পরিমান অর্থ জমা করে দেয়া হবে।
এর
আগে দারিদ্র্য মোকাবিলায় দেশটির সরকার এরকমই একটি নীতিতে সাফল্য পেয়েছিল।
ইউনিভার্সাল বেসিক ইনকামের (ইউবিআই) আওতায় প্রত্যেক নাগরিক শুধুমাত্র বেঁচে
থাকার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পেতেন। সরকারের পক্ষ থেকে প্রত্যেক
নাগরিককে এই অর্থ প্রদান করা হতো।
এবার বেকারদের জন্য পরীক্ষামূলক এই কার্যক্রম কতটা কার্যকরী হয়, তা দেখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেলা।
News Source : bbarta24
No comments:
Post a Comment