ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে
তিনি এই ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় উপস্থিত ছিলেন। এখন
থেকে ডট বাংলা ডোমেইনটির সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।প্রধানমন্ত্রী বলেছেন, ডটবাংলা বাংলাদেশের বিজয়। দেশের সব মানুষের বিজয়। মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনে শহীদদের বিজয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডটবাংলা ডোমেইন গড়ে তুলতে যারা পরিশ্রম করেছেন
তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন
দেখেছিলেন, ডটবাংলা ডোমেইনের মাধ্যমে সেই স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গেল।