Search This Blog

Saturday, December 31, 2016

ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার  দুপুরে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় উপস্থিত ছিলেন। এখন থেকে ডট বাংলা ডোমেইনটির সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।প্রধানমন্ত্রী বলেছেন, ডটবাংলা বাংলাদেশের বিজয়। দেশের সব মানুষের বিজয়। মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনে শহীদদের বিজয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডটবাংলা ডোমেইন গড়ে তুলতে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, ডটবাংলা ডোমেইনের মাধ্যমে সেই স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গেল। 

Tuesday, December 27, 2016

জুয়া, অশ্লীল নাচ, লটারি, চরকি, হাউজি ও মাদকের আসর বন্ধে রাস্তায় নামল সবাই



বগুড়ার বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, লটারি, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সমাবেশ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন যুবসংগঠন ও ছাত্র, শিক্ষক, নানান শ্রেণি পেশার সহ¯্রাধিক মানুষের অংশগ্রহণে গতকাল মঙ্গলবার শহরের সাতমাথায় বেলা ১২টা থেকে প্রায় দেড়ঘন্টা ব্যাপি অবরোধ চলে। এর আগে জেলা যুবলীগের উদ্যোগে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, বগুড়ার নওদাপাড়ায় টিএমএসএস-এর বিজয় মেলা, কাহালুর পাইকড় ইউপির পশ্চিম ভুগইল, শিবগঞ্জের কিচক, ভায়েরপুকুর, মাঝিহট্ট ইউপির ছাতুয়ার ল্যালপাগাড়ী, গাবতলী উপজেলার সোনারায়, গোলাবাড়ী, শেরপুরের সীমান্ত এলাকা রানীরহাট, রাজারদিঘির জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও সাধারণ মানুষকে নি:স্ব করা হচ্ছে।

Sunday, December 25, 2016

‘হাসিনা-খালেদার এক ঘণ্টার আলোচনায় কেটে যাবে সংকট’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার একঘণ্টার আলোচনায় দেশের চলমান সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট চলছে এটি সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলোচনায় বসলে সকল সমস্যার সমাধান একঘণ্টায় সমাধান হয়ে যাবে। রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Friday, December 23, 2016

নতুন বছরে অ্যাপলের চমক



এসব খবর আগেই বেরিয়েছে যে, ২০১৭ সালে আসছে আইফোনের নতুন সংস্করণ। আর ক্রেতাদের হাতে সেরা কিছু তুলে দিতে সময়টা বেশ ব্যস্তকায় কাটছে অ্যাপলের। এর সম্পর্কে সর্বসাম্প্রতিক তথ্যগুলো জেনে নেয়া যাক
অন্তত একটি আইফোন মডেল আনবে অ্যাপল। এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। কাচে মোড়া থাকবে গোটা আইফোন। ফ্রেমের কিনারা পর্যন্ত থাকবে পর্দা। থাকবে একটি ভার্চুয়াল হোম বাটন। এতে আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকবে।

Monday, December 19, 2016

তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত গুলিতে নিহত (ভিডিও)



তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কারলোভ (৬২) এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। তুর্কি রাজধানী আঙ্কারায় রুশ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় গতকাল সোমবার এ হামলা চালানো হয়।

রাষ্ট্রদূত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর হামলায় রাষ্ট্রদূত ছাড়াও আরো তিন ব্যক্তি আহত হয়েছিলেন।  আহত রাষ্ট্রদূতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।পুলিশের গুলিতে আততায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি এনটিভি এবং সিএনএন-তুর্ক টেলিভিশন।
রাষ্ট্রদূত কারলোভ কয়েক মিনিট ভাষণ দেয়ার পর স্যুট টাই পরিচিত বন্দুকধারী গুলি চালায়। আততায়ী অন্তত আট দফাগুলি চালিয়েছে বলে দর্শক সারিতে থাকা এপি’র এক আলোকচিত্রী জানিয়েছেন। আততায়ীকে রুশ ভাষায় কিছু বলতে শোনা গেছে এবং প্রদর্শনীর বেশ কয়েকটি ছবিও ভাঙচুর করেছে।

সারাদিন ঘুমভাব, দূর হবে ৯ উপায়ে


অফিসে ঢুকতে না ঢুকতেই শুরু হয় কাজ। কিছুক্ষণ কাজের পরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না। বাড়ি থাকলেও সেই একই রকম। শীতকালটা আসলে এ রকমই।

এ সময় বিছানা ছেড়ে কাজ করার অর্থ হলো রীতিমতো যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়া। আর কাজ করতে গিয়েও সেই ঘুম ঘুম ভাব। তবে চিন্তা নেই। আপনি এই ৯টি কাজ করে দেখতে পারেন।

-ঘুম পেলেই গান শুনুন। দেখবেন, ঘুম নিমেষে হাওয়া

-মস্তিষ্ককে সচল রাখার জন্য সর্বদা কাজের মধ্যেই থাকুন। প্রয়োজনে কাজ থেকে মিনিট পাঁচেকের ব্রেক নিন। দেখবেন ঘুম চলে গিয়েছে।

Friday, December 16, 2016

অবিশ্বাস্য !! একাই করেন ১৬০ রান, বাকি সবাই মিলে শূন্য



এমনটা হয়তো জীবন দশায় একবার হতে পারে! যেখানে একজন ওপেনার করেছেন ১৬০ রান বাকি সব ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে! অবিশ্বাস্য হলেও এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার শীর্ষ একটি ঘরোয়া লিগের নারী টুর্নামেন্টে ইস্টার্নের বিপক্ষে এমপুমালাঙার খেলায় এমন অদ্ভুতুড়ে স্কোরকার্ডের দেখা মিলেছে। টি-টোয়েন্টি এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এক প্রান্তে আসা যাওয়ার মধ্যে থাকে এমপুমালাঙার ব্যাটসম্যানরা। অন্যপ্রান্তে একাই খেলে যান সানিয়া-লি সোয়ার্ট। শুরু থেকে ম্যাচের ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করেন সোয়ার্ট। ৮৬ বলে

Wednesday, December 14, 2016

মেসির কোলে সেই আফগান বালক মুর্তজা



ছয় বছরের আফগান বালক মুর্তজার বহুদিনের স্বপ্ন সফল হয়েছে। মঙ্গলবার কাতারে তার সাথে দেখা হয়েছে তার স্বপ্নের নায়ক লিওনেল মেসির
সাদা-নীল রঙের প্লাস্টিকের ব্যাগ কেটে আর্জেন্টিনার জার্সি বানিয়ে পেছনে লিওনেল মেসির নাম এবং তার নম্বর ১০ লিখে আফগানিস্তানের একটি গ্রামে একটি শিশু ফুটবল খেলছে—এই ছবি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

Sunday, December 11, 2016

অস্ট্রেলিয়ায় ইসলামী মূল্যবোধকে সমর্থন করে কার্টুন



জনপ্রিয় ব্রিটিশ কার্টুন সিরিজ পেপা পিগের মতোই আরেকটি কার্টুন সিরিজ তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। কিন্তু কার্টুনটি হবে ইসলামী মূল্যবোধকে সমর্থন করে।

ওয়ান ফর কিডস নামের ওই প্রতিষ্ঠানটি ইসলাম-সম্পর্কিত বিষয় নিয়ে শিশুদের অনুষ্ঠান নির্মাণ করে। তারাই ‘বারাকা হিলস’ নামের নতুন কার্টুন সিরিজটি নির্মাণ করতে চাইছে। এর অর্থ সংগ্রহের জন্য তারা ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে।  

মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে | Tips & Tricks



দরকারি ফাইল ডিলিট হয়ে গেছে মোমরি কার্ড থেকে? চিন্তা নেই। ডিলিট হয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনার পুনরুদ্ধার করা সম্ভব।

>> এ জন্য প্রথমেই – http://filehippo.com/download_recuva ঠিকানায় গিয়ে Recuva নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফরম্যাট করা কার্ডটা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন।

সৌদি আরবের কাছে ৭০০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করবে আমেরিকা



চারটি আরব দেশের কাছে ৭০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল পেন্টাগন। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র, চিনুক ও অ্যাপাচি হেলিকপ্টার এবং সামরিক কার্গো বিমান। সম্প্রতি পেন্টাগন এই অনুমোদনের কথা ঘোষণা করেছে। চারটি আরব দেশের কাছে ৭০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির কথা বলা হলেও এর বেশিরভাগই যাবে সৌদি আরবের কাছে। পেন্টাগনের ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের কাছে ৩৫১ কোটি ডলারের ৪৮টি সিএইচ-৪৭ এফ চিনুক কার্গো হেলিকপ্টার বিক্রি করা হবে। এর সঙ্গে থাকবে হেলিকপ্টারের ইঞ্জিন, যন্ত্রাংশ ও মেশিনগান।
এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় চুক্তি। ৩৫০ কোটি ডলারের বিনিময়ে এই দেশটি কিনছে ২৭টি অ্যাপাচি হেলিকপ্টার-গানশিপ এবং এগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। এর পাশাপাশি কাতার কিনছে আটটি সি-১৭ সামরিক কার্গো বিমান ও প্রয়োজনীয় যন্ত্রাংশ আর মরক্কো কিনবে ১০ কোটি আট লাখ ডলারের এক হাজার ২০০ টিওডাব্লিউ ২-এ ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

ফের আইএসের দখলে পালমিরা


প্রায় নয় মাস পরে আবার সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 
পর্যবেক্ষকরা বলছেন, পালমিরার কেন্দ্রে সরকারি বাহিনীর সঙ্গে ভারী লড়াই করছে আইএস। এরপর বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে যেতে বাধ্য হয়। তবে দু'পক্ষের এই সংঘর্ষে সেখানকার বেসামরিক মানুষজনের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পর্যবেক্ষক গ্রুপগুলো।
চলতি বছরের মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী।
এরপর এ ঘটনাকে আইএসের বিরুদ্ধে বড় ধরনের বিজয় বলে বর্ণনা করেছিল সরকারি বাহিনী।
পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী।

Saturday, December 10, 2016

যারা আছেন বিপিএল ২০১৬ এর সেরা একাদশে



টানা এক মাসের ব্যাট-বলের লড়াই শেষে গত শুক্রবার পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্ট শেষে এবারের আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো

একাদশে সাত বাংলাদেশী ও চার জন বিদেশী খেলোয়াড় রয়েছে। একাদশের নেতৃত্বে থাকছেন রাজশাহী কিংসের ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি।ওপেনার হিসেবে রয়েছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল ও ঢাকা ডায়নামাইটসের মারকুটে ওপেনার মেহেদি মারুফ। তামিম এবারের আসরে ৪৭৬ ও মারুফ ৩৪৭ রান করেছেন।

ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্ষণের কথা স্বীকার করলেন এমপি




সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে আলোচনায় অংশ নিয়ে নির্দলীয় সদস্য (এমপি) মিশেল থমসন জানালেন, মাত্র ১৪ বছর বয়সে নিজের ধর্ষণের কথা। সেই সঙ্গে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি আহ্বান করলেন, নারী এবং সমাজ একে অন্যের জন্য দাঁড়াক, নারী সাহস অর্জন করুক।
মিশেলের বক্তৃতা শুনে প্রশংসা করেছেন স্পিকার জন বার্কাও। তিনি জানান, মিশেল গভীর দাগ কেটেছেন তাদের হৃদয়ে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এর।
৫১ বছর বয়সী মিশেল বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন এভাবে, ‘আমার বয়স যখন ১৪ বছর তখন আমি ধর্ষণের শিকার হয়েছিলাম। খুবই স্বাভাবিক, আমার খুব পরিচিত একজন মানুষই আমাকে ধর্ষণ করেছিল ।