বগুড়ার বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, লটারি, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সমাবেশ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন যুবসংগঠন ও ছাত্র, শিক্ষক, নানান শ্রেণি পেশার সহ¯্রাধিক মানুষের অংশগ্রহণে গতকাল মঙ্গলবার শহরের সাতমাথায় বেলা ১২টা থেকে প্রায় দেড়ঘন্টা ব্যাপি অবরোধ চলে। এর আগে জেলা যুবলীগের উদ্যোগে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, বগুড়ার নওদাপাড়ায় টিএমএসএস-এর বিজয় মেলা, কাহালুর পাইকড় ইউপির পশ্চিম ভুগইল, শিবগঞ্জের কিচক, ভায়েরপুকুর, মাঝিহট্ট ইউপির ছাতুয়ার ল্যালপাগাড়ী, গাবতলী উপজেলার সোনারায়, গোলাবাড়ী, শেরপুরের সীমান্ত এলাকা রানীরহাট, রাজারদিঘির জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও সাধারণ মানুষকে নি:স্ব করা হচ্ছে।
তারা অভিযোগ করেন, জেলা শহরের আশেপাশেসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেলার নামে জুয়া, অশ্লীল নাচ, লটারি, ডাবু, চরকি, হাউজি, ওয়ানটেন, চরচরি, বউ, বেলপার্টি চলছে। বক্তারা মেলার নামে এই সব অনৈনিতক ও অবৈধ আসর বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া আগামী ৫ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিআইজি বরাবরে উপরোক্ত বিষয়ে বগুড়ার সার্বিক চিত্র তুলে ধরে স্মারকলিপি প্রদান করার সিদ্বান্ত ঘোষণা করা হয়।
সমাবেশে বগুড়া পুলিশ সুপারের পক্ষে সদর থানার ওসি এমদাদ হোসেন অবরোধ কর্মসুচি প্রত্যাহারের আহবান জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় জুয়া হাউজি মাদক বন্ধ করা হবে। এবিষয়ে পুলিশ প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।
কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বেসরকারি সহযোগি সংস্থা স্বপ্ন, মৌমাছি খেলাঘর আসর, বাংলাদেশ গ্রাম থিয়েটার, নজরুল পরিষদ, হোটেল রেস্তোরা শ্রমিকলীগ, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, সৈয়দ আহম্মেদ বিশ্ব: কলেজ, বগুড়া ইয়ুথ ক্যয়ার, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, বগুড়া শহর জাসদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী, সুপার বয়েজ ক্লাব, দর্জি শ্রমিক ইউনিয়ন, স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠী, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমানসহ বিভিন্ন সংগঠন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ সভাপতি মাছুদার রহমান হেলাল, ওয়াকার্স পার্টির সভাপতি এড. আব্দুর রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিক হাসান ময়না, উদীচীর সাবেক সভাপতি ফিজু চৌধুরী, বর্তমান সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু, যুব ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নাদিম মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সা: সম্পাদক নিরঞ্জন সিং; যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু; যুবসংহতি নেতা ফারুক আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন; যুবজোট সভাপতি ওবায়দুল হক, ছাত্রলীগ নেতা অসীম কুমার রায়, যুব মহিলা লীগ নেত্রী এড. লাইজিন আরা লীনা, ডালিয়া নাসরিন রিক্তা, টিএমএসএস প্রতিনিধি নাজমুল হক, ব্লাস্ট কো-অর্ডিনেটর এড. আশরাফুন্নাহার স্বপ্না, সংস্কৃতজন এবিএম জিয়াউল হক বাবলা প্রমুখ।
News Source : Protidiner Sangbad
No comments:
Post a Comment