Search This Blog

Sunday, December 11, 2016

ফের আইএসের দখলে পালমিরা


প্রায় নয় মাস পরে আবার সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 
পর্যবেক্ষকরা বলছেন, পালমিরার কেন্দ্রে সরকারি বাহিনীর সঙ্গে ভারী লড়াই করছে আইএস। এরপর বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে যেতে বাধ্য হয়। তবে দু'পক্ষের এই সংঘর্ষে সেখানকার বেসামরিক মানুষজনের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পর্যবেক্ষক গ্রুপগুলো।
চলতি বছরের মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী।
এরপর এ ঘটনাকে আইএসের বিরুদ্ধে বড় ধরনের বিজয় বলে বর্ণনা করেছিল সরকারি বাহিনী।
পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী।
এরই সুযোগে এক সপ্তাহ আগে থেকে পালমিরায় দখলে নামে আইএস।। গোপনে সংঘবদ্ধ হয়ে সুযোগের অপেক্ষায় ছিল তারা।
আইএসের এই পালমিরা দখল অভিযানে অন্তত ৫০ জন সামরিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তবে বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে গেছে।
কাছের তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ আর সরবরাহ পথের ওপর হওয়ার কারণে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ পালমিরা শহরটি।
পালমিরা শহর থেকে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, জঙ্গিরা শহরের সব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে। তবে এখনও শহরের কেন্দ্রে সামরিক বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে।
এদিকে আলেপ্পোয় বিদ্রোহীদের ক্ষেত্রে মহত্ত্ব প্রদর্শনের জন্য সিরিয়া আর রাশিয়ান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
আলেপ্পোর মানুষ যাতে গণহত্যার শিকার না হয়, সেজন্য মার্কিন আর রাশিয়ান সেনা বিশেষজ্ঞরা কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

News Source : protidinersangbad

No comments:

Post a Comment