Search This Blog

Monday, December 19, 2016

তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত গুলিতে নিহত (ভিডিও)



তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কারলোভ (৬২) এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। তুর্কি রাজধানী আঙ্কারায় রুশ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় গতকাল সোমবার এ হামলা চালানো হয়।

রাষ্ট্রদূত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর হামলায় রাষ্ট্রদূত ছাড়াও আরো তিন ব্যক্তি আহত হয়েছিলেন।  আহত রাষ্ট্রদূতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।পুলিশের গুলিতে আততায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি এনটিভি এবং সিএনএন-তুর্ক টেলিভিশন।
রাষ্ট্রদূত কারলোভ কয়েক মিনিট ভাষণ দেয়ার পর স্যুট টাই পরিচিত বন্দুকধারী গুলি চালায়। আততায়ী অন্তত আট দফাগুলি চালিয়েছে বলে দর্শক সারিতে থাকা এপি’র এক আলোকচিত্রী জানিয়েছেন। আততায়ীকে রুশ ভাষায় কিছু বলতে শোনা গেছে এবং প্রদর্শনীর বেশ কয়েকটি ছবিও ভাঙচুর করেছে।



ক্যামেরায় দেখা গেছে ওই বন্দুকধারী স্যুট-টাইসহ পরিপাটি পোশাক পরে এসেছিলেন। তিনি পিস্তল উঁচিয়ে চিৎকার করে বলছিলেন, ‘আলেপ্পোর পরিস্থিতি ভুলে যেও না, সিরিয়ার পরিস্থিতি ভুলে যেও না।’


তিনি পুলিশের পরিচয়পত্র দেখিয়ে ওই আর্ট গ্যালারি ঢুকেছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই হামলার উদ্দেশ্য ও হামলাকারীর নাম জানা যায়নি।
সিরিয়ায় রুশ সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আঙ্কারায় বিক্ষোভের একদিন পর শহরটিতে গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রদূত কারলোভ। সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতিতে তুরস্ক ও রাশিয়া সিরিয়াকে সহযোগিতা করছে।

রাষ্ট্রদূতের দেহ মাটিতে পড়ে আছে এবং বন্দুকধারী তার পাশে দাঁড়িয়ে আস্ফালন করছে এমন ছবি সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

কার্লভ ২০১৩ সাল থেকে তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘অসাধারণত এ রুশ কূটনীতিক সন্ত্রাসবিরোধী কাজে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি আমাদের হৃদয়ে চির জাগরুক থাকবেন।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, তারা রাষ্ট্রদূতের ওপর হামলা সম্পর্কে অবগত হয়েছেন। এ সহিংস কাণ্ডের নিন্দা জানান তারা। নিহত রাষ্ট্রদূতের পরিবারের প্রতি সমবেদনা জানান কিরবি।

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষায় গতবছর সরাসরি যুদ্ধে নামে রাশিয়া। এতে আসাদ দৃশ্যত টিকে গেলেও সেখানে মানবিক বিপর্যয় নেমে আসে। এজন্য রাশিয়াকে বহুলাংশে দায়ী করা হয়। তুরস্ক প্রায় ৩০ লাখ সিরীয়কে আশ্রয় দিয়েছে। কয়েক মাস আগ পর্যন্ত সিরিয়া নিয়ে আংকারা ও মস্কোর মধ্যে মতবিরোধ থাকলেও সম্প্রতি আলেপ্পোয় যুদ্ধ বন্ধে তারা সহযোগিতা করে।

রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে।

বার্তা সংস্থা স্পুটনিক জানায়, ঘটনার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন। এরদোগান এই কথপোকথনে পুাতনের কাছে ঘটনার বিবরণী সম্পর্কে অবহিত করেন।

তুর্কি সংবাদ মাধ্যম হুরিয়েত ডেইলি জানিয়েছে, বন্দুকধারী প্রথম ফাঁকা গুলিবর্ষণ করে। এতে ভয়ে লোকজন সরে গেলে সে রাষ্ট্রদূতকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

News Source : ABnews24


No comments:

Post a Comment