এমনটা হয়তো জীবন দশায় একবার হতে পারে! যেখানে একজন ওপেনার করেছেন ১৬০ রান বাকি সব ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে! অবিশ্বাস্য হলেও এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার শীর্ষ একটি ঘরোয়া লিগের নারী টুর্নামেন্টে ইস্টার্নের বিপক্ষে এমপুমালাঙার খেলায় এমন অদ্ভুতুড়ে স্কোরকার্ডের দেখা মিলেছে। টি-টোয়েন্টি এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এক প্রান্তে আসা যাওয়ার মধ্যে থাকে এমপুমালাঙার ব্যাটসম্যানরা। অন্যপ্রান্তে একাই খেলে যান সানিয়া-লি সোয়ার্ট। শুরু থেকে ম্যাচের ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করেন সোয়ার্ট। ৮৬ বলে
১৮ চার আর ১২ ছক্কায় একাই করেন ১৬০ রান। দল করে ১৬৯ রান। অতিরিক্ত খাঁদ থেকে আসে বাকি ৯ রান। অন্যদিকে ৯ জন ব্যাটসম্যান মিলে ১ টি রানও যোগ করতে পারেন নি। ৮ জন ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে!
এদিকে ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২৭ রান তুলেছে ইস্টার্ন অনুর্ধ্ব-১৯ দল। সানিয়া-লি সোয়ার্টের দল জিতেছে ৪২ রানে।
News Source : bdcricteam
No comments:
Post a Comment