Search This Blog

Friday, December 16, 2016

অবিশ্বাস্য !! একাই করেন ১৬০ রান, বাকি সবাই মিলে শূন্য



এমনটা হয়তো জীবন দশায় একবার হতে পারে! যেখানে একজন ওপেনার করেছেন ১৬০ রান বাকি সব ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে! অবিশ্বাস্য হলেও এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার শীর্ষ একটি ঘরোয়া লিগের নারী টুর্নামেন্টে ইস্টার্নের বিপক্ষে এমপুমালাঙার খেলায় এমন অদ্ভুতুড়ে স্কোরকার্ডের দেখা মিলেছে। টি-টোয়েন্টি এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এক প্রান্তে আসা যাওয়ার মধ্যে থাকে এমপুমালাঙার ব্যাটসম্যানরা। অন্যপ্রান্তে একাই খেলে যান সানিয়া-লি সোয়ার্ট। শুরু থেকে ম্যাচের ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করেন সোয়ার্ট। ৮৬ বলে



 ১৮ চার আর ১২ ছক্কায় একাই করেন ১৬০ রান। দল করে ১৬৯ রান। অতিরিক্ত খাঁদ থেকে আসে বাকি ৯ রান। অন্যদিকে ৯ জন ব্যাটসম্যান মিলে ১ টি রানও যোগ করতে পারেন নি। ৮ জন ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে!



এদিকে ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২৭ রান তুলেছে ইস্টার্ন অনুর্ধ্ব-১৯ দল। সানিয়া-লি সোয়ার্টের দল জিতেছে ৪২ রানে।

News Source : bdcricteam

No comments:

Post a Comment