দরকারি ফাইল ডিলিট হয়ে গেছে মোমরি কার্ড থেকে? চিন্তা নেই। ডিলিট হয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনার পুনরুদ্ধার করা সম্ভব।
>> এ জন্য প্রথমেই –
http://filehippo.com/download_recuva ঠিকানায় গিয়ে Recuva নামের
সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফরম্যাট করা কার্ডটা
কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন।
>> এবার সফটওয়্যারটি রান করে নেক্সট বাটনে
ক্লিক করুন। এর ফলে নতুন একটি পপ-আপ বক্স খুলে যাবে। যে ফাইলটি আপনি রিকভার
করতে চান, সেটা কী ধরনের ফাইল ছিল, সেই অপশনে ক্লিক করুন। ইমেজ হলে ইমেজ
ফাইল। পি ডি এফ হলে পিডিএফ।
>> তারপরে ‘In a specific location’ ক্লিক
করে মোমোরি কার্ডটি সিলেক্ট করুন । এর পর Enable a deep scan অপশনে টিক
দিয়ে Start ক্লিক করুন। এখন কয়েক মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার মোমোরি
কার্ড থেকে ফরমেট হয়ে যাওয়া ফাইল রিস্টোর হয়ে গেছে ।
News Source : Protidiner Sangbad
No comments:
Post a Comment