বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশনারা
আলী এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস মুসলিম দেশগুলোর বিপক্ষে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। রুশনারা
আলী এমপি হাউস কমন্সে দেয়া বক্তৃতায় এবং জন বিগস এক বিশেষ বিবৃতিতে এই
নিন্দা এবং আহবান জানান।
হাউস অব
কমন্সে দেয়া বক্তৃতায় রুশনারা আলী বলেন, এই নির্বাহী আদেশ চরম বিভক্তিকর
এবং একই সাথে বিপদের। এটি আমেরিকা এবং ইউরোপসহ পুরো মুসলিম বিশ্বে একটি
আতংকের বার্তা পৌঁছে দিয়েছে। একজন মুসলিম হিসেবে আমার কাছে এটি গভীর উদ্বেগ
এবং উ্ত্ত্যক্তকর বিষয়।
কানাডাতে
মসজিদে হামলার কথা উল্লেখ করে রুশনারা বলেন, এখন আমি এদেশেও আতংকিত।
রুশনারা আরো বলেন, বিভক্তি এবং ঘৃণার বিপরীতে রাজনীতিবিদরা যখন টেনশন ছড়িয়ে
দেন, যখন তারা এর বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে পারেন না, তখন তা ভুল বার্তা
ছড়িয়ে দেয়। রুশনারা এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীকে
এর বিরুদ্ধে সাহস নিয়ে এগিয়ে আসার আহবান জানান। অনুরুপ
বক্তব্য দিয়ে মেয়র জন বিগস তার বিবৃতিতে বলেন, টাওয়ার হ্যামলেটসে ডোনাল্ড
ট্রাম্পের কোন স্থান নেই। কারণ ইস্ট এন্ড সর্বদাই ঘৃণা, বিভক্তি এবং গোঁড়া
মতবাদের বিরুদ্ধে। আমরা এও জানি এর বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়।
মেয়র
বলেন, টাওয়ার হ্যামলেটসে বহু সংস্কৃতির চমৎকার সহাবস্থান রয়েছে এবং এজন্যই
আমরা এখানে শক্তিশালী এবং ভালো। ডোনাল্ড ট্রাম্পের বিভক্তির পলিসি হিংসা
এবং ঘৃণা বাড়ানো ছাড়া আর কোন ফল বয়ে আনবে না।
মেয়র
বলেন, আমি প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে চিঠি লিখে ব্রিটেনে ডোনাল্ড
ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিলের জন্যও অনুরোধ করেছি। বলেছি, টাওয়ার
হ্যামলেটসে ঘৃণা এবং উগ্রবাদের কোন স্থান নেই। আর এজন্য যতক্ষণ না পর্যন্ত
ট্রাম্প মুসলমান এবং রিফিউজিদের টার্গেট করে প্রণীত তার অন্যায় নীতিগুলো
প্রত্যাহার এবং এজন্য ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত এখানে তার কোন স্থান
হবে না। অন্যের প্রতি যার কোন শ্রদ্ধা নেই তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি
না।
N.S : bbarta24.net
No comments:
Post a Comment