Search This Blog

Tuesday, February 7, 2017

আইফোনকে টেক্কা দিবে নকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন



প্রযুক্তিপ্রেমীদের জন্য অ্যান্ড্রয়েডচালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আসছে জনপ্রিয় ব্র্যান্ড নকিয়া। ফোনটি তৈরি করবে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। চলতি মাসেই স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ফোনটির ঘোষণা আসতে পারে।ফোনটি নিয়ে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটেও নানা গুঞ্জন রয়েছে। ফোনটি নিয়ে একটি ভিডিও প্রকাশ হয়েছে।


নকিয়া পি১ ফোনটিকে নিয়ে তৈরি ভিডিওর তথ্য মতে, ৫ দশমিক ৩ ইঞ্চি মাপের ফোনটির স্ক্রিন হবে ফুল এইচডি বা কিউএইচডি। স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি ও ছয় জিবি র‌্যাম থাকবে এতে। ধুলা ও পানিরোধী ফোনটির ব্যাটারি হবে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের।

পি১ হবে ধাতব কাঠামোর হাই অ্যান্ড্রয়েড ফোন। হাইব্রিড ডুয়াল সিম স্লট থাকবে বাঁ দিকের কিনারায়, ভলিউম ও পাওয়ার বাটন থাকবে ডানে। পেছনে নকিয়ার লোগোর ওপরে থাকবে কার্ল জেইস লেন্স। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক থাকবে নিচের দিকে।

ধারণা করা হচ্ছে, পি১ স্মার্টফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ হিসেবে রুপালি, কালো ও রোজ গোল্ড রঙে এটি বাজারে আসবে।এর একটি মডেলের দাম হতে পারে ৮০০ মার্কিন ডলার এবং আরেকটির দাম ৯৫০ মার্কিন ডলার।নতুন ফোন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নকিয়া বা এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

২৬ ফেব্রুয়ারির অনুষ্ঠানে নতুন স্মার্টফোন সম্পর্কে জানা যাবে। শুরুতে চীনের বাজারে এ ফোন ছাড়া হবে। এরপর ধীরে ধীরে অন্য দেশের বাজারে আসবে এটি।


প্রযুক্তি বিষেশজ্ঞদের মতে, আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৮-কে টেক্কা দিতে নকিয়া ব্র্যান্ডের এই অ্যান্ড্রয়েডচালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসছে।

News Source : bbarta24.net

No comments:

Post a Comment