Search This Blog

Monday, February 27, 2017

অস্কার মাতালেন প্রিয়াংকা চোপড়া



বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া বলিউড থেকে হলিউড সবখানেই ছড়িয়েছেন গ্ল্যামার, সৌন্দর্য আর অভিনয়ের দ্যুতি। তার মায়াবী হাসিতে অনেক আগেই মুগ্ধ হয়েছে হলিউড। এবার তিনি মাতিয়ে দিলেন বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ আয়োজন অস্কারের ৮৯তম আসরের লাল গালিচা।

মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো ও হলিউডি ছবি ‘বেওয়াচে’র সুবাদে আজকাল হলিউড পাড়ায় প্রিয়াংকার আনাগোনাটা অনেক বেশি। এর আগেও মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজের আমন্ত্রণ পেয়েছেন তিনি। 
তবে এবার তাকে দেখা গেল ৮৯তম অস্কার অ্যাওয়ার্ডের লাল গালিচায়। বেশ জমকালো ছিলো তার উপস্থিতি। আর চিরচারিত ভারতীয় সংস্কৃতির অংশ বজায় রেখে ক্যামেরাম্যানদের সামনে পোজ দিয়েছিলেন দু হাত জোর করে প্রণামের ভঙ্গিতে। 

এ সময় প্রিয়াংকার সঙ্গে ছিলেন ‘বেওয়াচ’ ছবিতে তার নায়ক ডোয়াইন জনসন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চে উপস্থিত হতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াংকা। নিজেও জানালেন ব্যাপার টা তার জন্য বেশ সম্মানেরও। 

No comments:

Post a Comment